বন্দর থানার তত্ত্বাবধানে এক বিশেষ অভিযানে সন্ত্রাসী কার্যক্রম ও পুলিশের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন এলাকা থেকে আটক হয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন:
মোঃ ইরান বাদশা (২৪) – হালিশহর থানার ছোটপুলস্থ নাবালক মিয়ারের বাড়ি থেকে ১৪ আগস্ট রাত ০৩:১৫ ঘটিকায় আটক।
নুরুল ফায়েজ পিয়াল (২৮) – মধ্যম হালিশহর ধুপপুল এলাকা থেকে রাত ০৪:৩০ ঘটিকায় গ্রেফতার।
মোঃ জোবায়ের আহমেদ নিরব (২৩) – মধ্যম গোসাইলডাঙ্গা এলাকা থেকে ১৪ আগস্ট ভোর ০৫:১০ ঘটিকায় আটক।
মোঃ ফয়সাল (২২) ও মোঃ সাহেদ (১৮) – টেকের মোড় এলাকা থেকে সকাল ০৬:০০ ঘটিকায় গ্রেফতার।
মনির হোসেন (২৪) – নিমতলা এলাকা থেকে সকাল ০৬:৪০ ঘটিকায় আটক।
বন্দর থানার কর্মকর্তারা জানিয়েছেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অভিযানটি নিরাপত্তা ও সন্ত্রাস দমন কার্যক্রম শক্তিশালী করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে।