সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি মো. সবুজ আহমেদকে চট্টগ্রাম মহানগরীর সদরঘাট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
র্যাব জানায়, নিহত ভিকটিম সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকার বাসিন্দা। প্রায় দুই বছর আগে মো. সবুজের সঙ্গে ইসলামী শরীয়ত মোতাবেক তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবার ভিকটিমকে যৌতুকের জন্য নানাভাবে চাপ, শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল।
এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই যৌতুকের দাবিতে সবুজ ও তার পরিবারের সদস্যরা স্ত্রী ওপর নির্মম নির্যাতন চালায়। দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার পর তাকে হত্যা নিশ্চিত করে বসতঘরে ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। এরপর আসামিরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করলে তদন্তে নেমে র্যাব-৭ চট্টগ্রামের সদরঘাট এলাকা থেকে সবুজ আহমেদকে গ্রেফতার করে।