কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত থেকে বিদেশি অস্ত্র, ফেন্সিডিল ও গাঁজাসহ মো. আব্দুস সালাম (৪৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)।
রোববার (১৩ জুলাই) দুপুরে বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। আব্দুস সালাম দৌলতপুর উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি দুপুর পৌনে ১টার দিকে নিশ্চিত করেন কুষ্টিয়া বিজিবি ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঠোটারপাড়া বিওপির আওতাধীন মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৫.৭ কেজি গাঁজা এবং দুটি মোবাইল ফোনসহ তাকে আটক করা হয়।