চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার অভিযানে পুলিশের ওপর হামলার মূলহোতা সন্ত্রাসী শাকিল (২৭) ও তার সহযোগী আরিফ হোসেন (৩২) অস্ত্রসহ গ্রেফতার হয়েছে।
গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট খালপাড় এলাকায় শাকিলের নেতৃত্বে একটি মিছিল বের হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল ও তার অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় এসআই আবু সাঈদ রানা গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় বন্দর থানায় দুটি মামলা হয়।
পরে তদন্তে জানা যায়, শাকিল কন্টেইনারবাহী গাড়িতে করে ঢাকায় পালানোর চেষ্টা করছে। ১৭ আগস্ট ভোররাতে ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের টিম পতেঙ্গা থানার আউটার রিং রোড এলাকায় অভিযান চালিয়ে গাড়ি থেকে শাকিলকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বন্দর থানাধীন ঈশান মিস্ত্রিরহাট এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে সহযোগী আরিফ হোসেনকে আটক করা হয়। এসময় আরিফের কাছ থেকে একটি লোহার কিরিচ, আর শাকিলের দেখানো স্থানে লুকানো অবস্থায় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, শাকিলের বিরুদ্ধে ডিএমপি ও সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যাচেষ্টা, মারামারি ও চুরি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ৩৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।