আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এ ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, নিজ নির্বাচনী এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইন কান্ট্রি পোস্টাল ভোট (আইসিপিভি) পদ্ধতিতে ভোট দিতে আগ্রহীদের আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কমিশন।
রোববার (১৪ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিকের সই করা এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে সংশ্লিষ্ট ভোটারদের সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। আগামী ২৫ ডিসেম্বর ২০২৫–এর মধ্যে নিবন্ধন না করলে আইসিপিভির মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ থাকবে না।
এতে আরও জানানো হয়, সরকারের সব মন্ত্রণালয়, বিভাগ এবং এর আওতাধীন সংস্থা, অধিদপ্তর ও পরিদপ্তরকে নিজ নিজ কর্মকর্তা-কর্মচারীদের পোস্টাল ব্যালট ব্যবস্থায় ভোটদানে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আইবিএএস++ সিস্টেমের মাধ্যমে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পরিচয় যাচাই করা হবে। রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত আইবিএএস++ সিস্টেম বন্ধ থাকায় এই সময়ের বাইরে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এদিকে ইসি জানিয়েছে, আজ দুপুর ১২টা পর্যন্ত ইন কান্ট্রি পোস্টাল ভোট পদ্ধতিতে মোট ১১ হাজার ১৯৮ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করেছেন।
