নেত্রকোণার সদর উপজেলায় রোববার (১৪ ডিসেম্বর) ভোরে একইসঙ্গে তিনটি পৃথক স্থানে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়েছে। চল্লিশাকান্দা মোড় ও কাইলাটি এলাকায় এ ঘটনার ঘটনা ঘটে।
কাইলাটি এলাকার ব্রাদার্স মাল্টিপারপাস ফার্মে আগুন লাগার ফলে একটি আধাপাকা ঘর, আসবাবপত্র, হাঁস-মুরগী ও মাছের খাবার পুড়ে গেছে। একই দিনে একটি ছাগলের ঘরেও আগুন দেয়া হয়, যেখানে থাকা ২৯টি ছাগল মারা গেছে। এছাড়া, শহরের চল্লিশাকান্দা মোড়ে একটি খড়ের ঘরেও আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, ভোর ৪টায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে চারটি ইউনিট। ফার্মের মালিক দাবি করেছেন, আগুনে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
চল্লিশাকান্দা মোড় ও কাইলাটি গ্রামের ঘটনাগুলো থানায় জানানো হয়েছে এবং জিডি করা হয়েছে।
