চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট এলাকা থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি সুমন জলদাশ (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন মামলা নং-২০, তারিখ-১৯ জুলাই ২০২৫, ধারা-৯(১), নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর পলাতক আসামি সুমন জলদাশ ধলঘাট এলাকায় অবস্থান করছে।
এমন তথ্যের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে র্যাব-৭ এর একটি দল ধলঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সুমন জলদাশের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। তার পিতার নাম মৃত সুকুমার জলদাশ।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বাঁশখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।