ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনীহা জানিয়ে নিজেদের অবস্থানে অনড় রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একাধিক দফা ই-মেইল আদান–প্রদান ও ভার্চুয়াল বৈঠকেও বিসিবিকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ (আইসিসি)। ফলে সরাসরি আলোচনার উদ্যোগ হিসেবে বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে আইসিসি।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করে জানান, বিসিবি সভাপতির সঙ্গে আলোচনায় তিনি জানতে পেরেছেন—আইসিসির একটি টিম ঢাকায় এসে এ বিষয়ে আলোচনা করতে চায়। তবে প্রতিনিধি দল আসার বিষয়টি শতভাগ চূড়ান্ত হয়েছে কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আসিফ নজরুল বলেন, বিসিবির সভাপতি ও কর্মকর্তাদের কাছ থেকে তিনি জেনেছেন, আইসিসির পক্ষ থেকে সরাসরি আলোচনার প্রস্তাব এসেছে। তবে বাংলাদেশের অবস্থান স্পষ্ট—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে আপাতত কোনো ছাড় দেওয়া হবে না।
বিশ্বকাপ প্রসঙ্গে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরে ক্রীড়া উপদেষ্টা বলেন, বাংলাদেশ বিশ্বকাপ খেলতে আগ্রহী। আইসিসি চাইলে দেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় আয়োজন করাও সম্ভব। তাঁর ভাষায়, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, প্রয়োজনে শ্রীলঙ্কায় বিশ্বকাপের ম্যাচ আয়োজনের সুযোগ রয়েছে।”
এর আগে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দেয়। এরপর দুই পক্ষের মধ্যে একাধিক দফা আলোচনা হলেও সাম্প্রতিক ভার্চুয়াল বৈঠকেও বিসিবি তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় রাজি হয়নি।
ভারতে নিরাপত্তা পরিস্থিতি ঘিরে অনিশ্চয়তার কারণেই মূলত এই টানাপোড়েন চলছে। দেশের ক্রিকেটপ্রেমীরা বিশ্বকাপ দেখার অপেক্ষায় থাকলেও বিসিবি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্তে অটল থাকার কথা জানাচ্ছে।
