বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিন্যান্স কমিটির চেয়ারম্যান পদ থেকে পরিচালক এম নাজমুল ইসলামকে অপসারণের দাবিতে ক্রিকেটারদের চলমান বিক্ষোভের জেরে বিপিএল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এই প্রতিবাদের অংশ হিসেবে ক্রিকেটাররা মাঠে নামতে অস্বীকৃতি জানালে ঢাকা পর্বের প্রথম ম্যাচ বাতিল হয়ে যায়। ফলে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সূচিভুক্ত খেলা শুরুই করা সম্ভব হয়নি।
১৫ জানুয়ারি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার নির্ধারিত ম্যাচ মাঠে না গড়ানোর পর দ্বিতীয় ম্যাচও অনিশ্চয়তার মুখে পড়ে। সন্ধ্যা ৬টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটানসের মধ্যকার ম্যাচটি শুরু না হলে বিপিএলের দ্বাদশ আসর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ক্রিকেটাররা এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাঠে না নামার ঘোষণায় টুর্নামেন্টজুড়ে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টি-টোয়েন্টি আসর বিপিএল স্থগিত হওয়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে।
