জামায়াতের নেতৃত্বাধীন জোটে ইসলামী আন্দোলন বাংলাদেশ থাকবে কি না, সে বিষয়ে আজ বুধবার (১৪ জানুয়ারি) চূড়ান্ত ঘোষণা আসতে পারে। দুপুর তিনটায় দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে শূরার বৈঠক অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমদ জানিয়েছেন, ওই বৈঠকেই জোটে থাকা বা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শূরার সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই দলের পরবর্তী রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ করা হবে।
আসন সমঝোতা নিয়ে আলোচনার শুরুতে ইসলামী আন্দোলন শতাধিক আসনে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছিল। তবে ধারাবাহিক আলোচনার পর ধাপে ধাপে আসনসংখ্যার দাবি কমিয়ে আনে দলটি।
গত সোমবার জামায়াতের সঙ্গে বৈঠকে বসে ইসলামী আন্দোলন। এরপর মঙ্গলবার সন্ধ্যার পর দলটির শূরা কাউন্সিলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। আজ আবারও গুরুত্বপূর্ণ বৈঠকে বসছে দলটি, যেখানে জোট রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণ হবে।
এদিকে ১১ দলীয় জোটের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে আজ বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। এতে জোটভুক্ত ১১ দলের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
আজকের সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে বাড়ছে কৌতূহল।
