জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণভোটে ‘না’ ভোট পাস হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে। মঙ্গলবার ক্যারাভ্যান উদ্বোধনকালে তিনি বলেন, “যারা ‘না’ ভোটের পক্ষে কথা বলছেন, তারা আসলে কী বার্তা দিতে চান তা স্পষ্ট নয়। এবারের ভোট বাংলাদেশের আগামী ৫০ বছরের জন্য।”
তিনি জনগণকে সচেতনভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে বলেন, “আপনি আমাদের ভোট না-ও দিন, তবুও গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।” নাহিদ আরও বলেন, ‘হ্যাঁ’ ভোট ব্যর্থ হলে দেশ আবার আগের স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাবে।
এদিকে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সারাদেশে গণভোট পক্ষে প্রচারণা শুরু হয়েছে এবং নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে।
