আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী এক-দুদিনের মধ্যেই ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (১২ জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, দেশের এগিয়ে যাওয়ার জন্য স্থিতিশীলতা অত্যন্ত জরুরি। জামায়াত সংস্কারের পক্ষে রয়েছে এবং দেশবাসীও রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোয় সংস্কার চায় বলে তিনি উল্লেখ করেন।
বিচার বিভাগের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, বিচার বিভাগ হবে পূর্ণ স্বাধীন, তবে একই সঙ্গে সেখানে জবাবদিহির ব্যবস্থাও নিশ্চিত থাকতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত সরকার গঠন করতে পারলে বিশ্বের শান্তিকামী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, গণমাধ্যম কোনো দলের একচেটিয়া মাধ্যম হবে না। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান জামায়াত আমির।
