জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মামুনুল হক সোমবার সৌজন্য সাক্ষাৎ করেন। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দুই শরিক দলের শীর্ষ এই নেতারা সাক্ষাৎকালে আসন্ন জাতীয় নির্বাচন, আগামী গণভোট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও সমঝোতার প্রতীক হিরসেবে দেখা হচ্ছে।
