গত ১ জানুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পদ্ধতি বন্ধ হবে কি না—এই প্রশ্নের জবাবে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব স্পষ্ট করেছেন, ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে মোবাইল আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে, তাই এনইআইআর কার্যক্রম অব্যাহত থাকবে।
রোববার (৪ জানুয়ারি) বিটিআরসি ভবন পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “গ্রাহকদের হ্যান্ডসেট নিরাপদ রাখতে এনইআইআর পদ্ধতি বন্ধ হবে না। এছাড়া বিটিআরসিতে হামলা চালানোদের কঠোর বিচারের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, “প্রতিবছর আমদানিকৃত মোবাইল সেটের অর্ধেক শুল্ক ফাঁকি দিয়ে আসছে, যার বড় অংশ নকল, কপি ও পুরানো সেট। এই অবৈধ কার্যকলাপ আর চলতে দেওয়া হবে না।”
এর আগে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বিটিআরসি ভবনে হামলার ঘটনায় বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে।
