বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বাড়ছে। তরুণ থেকে প্রবীণ—সব বয়সী মানুষের হাতে থাকা এই জনপ্রিয় মেসেজিং অ্যাপ এখন প্রতারকদের অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে। হোয়াটসঅ্যাপে লিংক বা কোড পাঠিয়ে ব্যবহারকারীদের ফাঁদে ফেলা হচ্ছে। অনেক সময় এসব বার্তা আসে পরিচিত নম্বর থেকেও, যা বিশ্বাস করাটা হয়ে দাঁড়ায় মারাত্মক ভুল।
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা হুঁশিয়ার করে বলেছেন, হোয়াটসঅ্যাপে তিন ধরনের বার্তা দেখলেই দ্রুত তা মুছে ফেলতে হবে।
‘আপনি লটারি জিতেছেন’, ‘এই লিংকে ক্লিক করুন’, ‘আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে’—এই ধরনের লিংক বা কোডসহ বার্তা পেলে কখনোই তা ক্লিক না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এটি সাইবার হ্যাকারদের ফাঁদ।
OTP, ব্যাংক অ্যাকাউন্ট, জাতীয় পরিচয়পত্র নম্বর বা পাসওয়ার্ড চাওয়া হয় এমন বার্তা পেলে সঙ্গে সঙ্গে তা ডিলিট করতে হবে। এমনকি বার্তাটি পরিচিত কাউকে দেখিয়ে পাঠানো হলেও সতর্ক থাকতে হবে, কারণ অনেক সময় নম্বর ক্লোন করে বার্তা পাঠানো হয়।
‘ঘরে বসে আয় করুন’, ‘তিন মিনিটে এক হাজার টাকা আয়’, ‘সরকারি ভর্তুকি পাবেন’—এই ধরনের প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হচ্ছে। বার্তার মাধ্যমে পাঠানো লিংকে ক্লিক করলেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, হোয়াটসঅ্যাপে এই ধরনের সন্দেহজনক বার্তা পেলে সঙ্গে সঙ্গে মুছে ফেলতে হবে। কখনোই লিংকে ক্লিক করা যাবে না বা কোনো উত্তর দেওয়া যাবে না। বরং প্রয়োজনে সেই নম্বর রিপোর্ট ও ব্লক করা জরুরি।
তারা আরও বলেন, সচেতন থাকলেই সাইবার অপরাধীদের হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। তাই নিজের সুরক্ষায় বার্তা যাচাই না করে তাড়াহুড়া করে কোনো পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।