আগস্ট ২, ২০২৫-এ পুরো পৃথিবী ৬ মিনিটের জন্য অন্ধকারে ডুবে যাবে—এমন একটি ভাইরাল দাবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে এটিকে শতাব্দীর এক বিরল সৌরগ্রহণ হিসেবে বর্ণনা করে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি করছেন।
তবে NASA নিশ্চিত করেছে, এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা। তাদের জ্যোতির্বৈজ্ঞানিক রেকর্ড অনুযায়ী, ২০২৫ সালের আগস্টে এমন কোনো পূর্ণ সৌরগ্রহণ নেই। পরবর্তী বড় ধরনের পূর্ণ সৌরগ্রহণ হবে ২ আগস্ট, ২০২৭ সালে, যা ইউরোপ, উত্তর আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে দেখা যাবে।
NASA আরও জানায়, সেই গ্রহণও পুরো পৃথিবীতে অন্ধকার আনবে না। এটি হবে আংশিক ও নির্দিষ্ট অঞ্চলে সীমিত একটি মহাজাগতিক দৃশ্য। তাই ২০২৫ সালের আগস্টে ‘বিশ্বজুড়ে অন্ধকার’ সংক্রান্ত ভাইরাল খবরটি পুরোপুরি ভিত্তিহীন ও গুজব।
আজকের খবর/ এম. এস. এইচ.