দলীয় নীতিমালা, সিদ্ধান্ত এবং শৃঙ্খলা উপেক্ষা করে কেউ কোনো পদক্ষেপ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় তিনি এই সতর্কবার্তা দেন।
এর আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম ও রাজশাহীতে বাম ছাত্রসংগঠনগুলোর বিক্ষোভ চলাকালে হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নাম উঠে আসে।
এই প্রেক্ষাপটে দেওয়া ফেসবুক পোস্টে আমির শফিকুর রহমান বলেন, ‘দলের দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত ও শৃঙ্খলার পরিপন্থী কোনো কাজ করলে সংগঠন তার দায় নেবে না এবং এমন পরিস্থিতিতে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না—ব্যক্তি যে-ই হোন না কেন।’
তিনি আরও বলেন, ‘সকল নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলা, সিদ্ধান্ত এবং দৃষ্টিভঙ্গির প্রতি পূর্ণ আনুগত্য বজায় রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানাচ্ছি। এসব বিষয়ে বিচ্যুতি দেখা দিলে সংগঠন প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।’
