ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।
নাটোরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, শেখ হাসিনার নির্দেশেই এই হত্যাচেষ্টা চালানো হয়েছে।
পটুয়াখালীতে বিএনপি নেতা আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শাস্তির দাবি করেন।
একই দাবিতে নোয়াখালী প্রেসক্লাবের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং লালমনিরহাটের কালীগঞ্জে সর্বস্তরের মানুষ বিক্ষোভ ও সমাবেশ করেছে।
আজকের খবর/ এম.এস. এইচ.
