চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, পুরো দেশের মানুষ এখন নির্বাচনমুখী। নির্বাচনকে ঘিরে জনগণ ঐক্যবদ্ধ এবং তারা ভোটের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব যোগ্য নেতৃত্বের হাতে তুলে দিতে প্রস্তুত।
শনিবার (১৩ ডিসেম্বর) পশ্চিম বাকলিয়া ডিসি রোড মিয়ার বাপের মসজিদের সামনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চকবাজার থানা যুবদলের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনায় একটি অভিজ্ঞ ও পরীক্ষিত রাজনৈতিক দল। অতীতে যারা ক্ষমতায় এসে ভুল পথে রাজনীতি করেছে, তারা জনগণের প্রকৃত কল্যাণ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই ভোট দেওয়ার আগে জনগণকে সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে—কাকে ভোট দিলে দেশ পরিচালনায় সক্ষম একটি সরকার গঠিত হবে।
নিজের দায়িত্ব পালনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, অতীতে বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে মেয়র হিসেবে নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করছেন। বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে চলমান জলাবদ্ধতা উল্লেখযোগ্যভাবে কমেছে এবং ভবিষ্যতে আরও কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, এ পর্যন্ত প্রায় ৫০ শতাংশ উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কাজের মধ্যে রয়েছে খাল ও নালা সংস্কারসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প।
সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গে মেয়র বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রাম নগরের চার লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। এর ফলে সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য ৪০ থেকে ৫০ শতাংশ কম দামে পাচ্ছে। পাশাপাশি বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পুনর্বাসন ভাতাসহ বিভিন্ন সামাজিক সুবিধা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে চকবাজার থানা যুবদলের সাবেক আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোহেল ও সাদ্দামুল হকের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সুফিয়ান।
