হিজড়া কমিউনিটির টেকসই উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে পিরোজপুরে আত্মসহায়ক কর্মসূচি সভা অনুষ্ঠিত হয়েছে। সাহায্য কর্মসূচি (SHP), পিরোজপুর-এর আয়োজনে এবং ‘অ্যাকসেস টু সাসটেইনেবল ডেভেলপমেন্ট ফর দ্য হিজড়া কমিউনিটি’ প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
পিরোজপুর শহরের পাড়েরহাট রোডে অবস্থিত এসএইচপি’র নিজস্ব কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক মিসেস হোসনে আরা বেগম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সমাজের মূলধারায় হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আত্মসহায়তা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক ক্ষমতায়নের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ হিজড়া কমিউনিটির সদস্যদের আত্মনির্ভরশীল করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে।
সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট বাহাদুর হোসেন, অ্যাডভোকেট রাজ্জাক হোসেন, অ্যাডভোকেট আশুতোষ বেপারী, অ্যাডভোকেট মিজানুর রহমান খোকন, অ্যাডভোকেট নাসরিন আক্তার ও অ্যাডভোকেট রিয়াজ হোসেন। তারা হিজড়া কমিউনিটির অধিকার, সামাজিক স্বীকৃতি এবং অর্থনৈতিক ক্ষমতায়নের বিভিন্ন দিক তুলে ধরে আইনগত ও সামাজিক সহায়তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তৃতীয় লিঙ্গের সদস্য বনী শিকদার ও মিতু শেখ তাদের বক্তব্যে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আত্মনির্ভরশীলতা অর্জনের পথে বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সাহায্য কর্মসূচি (SHP), পিরোজপুর-এর এ ধরনের আত্মসহায়ক উদ্যোগ হিজড়া কমিউনিটির সদস্যদের সচেতনতা বৃদ্ধি, আত্মবিশ্বাস জাগ্রত এবং সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
