ঢাকার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার ও ঘটনার নিন্দা জানিয়ে নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝর্ণামোড় এলাকায় সমাপ্ত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম ও সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন। তারা বলেন, এই হামলা শুধু ওসমান হাদির ওপর নয়, এটি জনগণের মত প্রকাশের স্বাধীনতায় সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা না হলে কিশোরগঞ্জসহ সারাদেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কৃষকদলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আলমগীর হোসেন, পলাশ, সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মোর্শেদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাসেল প্রামানিকসহ বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা।
পথ সমাবেশে বক্তারা উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পর এই হামলা হয়েছে যা একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় নির্বাচনি প্রচারণাকালে শরিফ ওসমান হাদিকে গুলি করা হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
