গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তুলনায় গণ অধিকার পরিষদ অন্তত পাঁচ গুণ বড় রাজনৈতিক দল। তিনি স্পষ্ট করে জানান, আপাতত দুই দলের একীভূত হওয়ার কোনো সম্ভাবনা নেই।
সম্প্রতি কালের কণ্ঠের ‘কালের সংলাপ’ অনুষ্ঠানে অংশ নিয়ে রাশেদ খান বলেন, “এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, গণ অধিকার পরিষদ নাকি তাদের দলে যোগ দিতে চায়। এমনকি আমাদের নেতাদের যোগাযোগের কথাও বলেন। এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।”
তিনি প্রশ্ন রেখে বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী সাহেব ইতোমধ্যে চার-পাঁচটি দল পরিবর্তন করেছেন। এখন তিনি কোন দলের প্রতিনিধি, তা জনগণই জানে না।
রাশেদ খান আরও বলেন, এনসিপির নেতাদের মিথ্যাচারের কারণে আমাদের নেতারা ক্ষুব্ধ হয়েছেন। তারা যদি এমন বক্তব্য বন্ধ না করেন, তাহলে একীভূত হওয়ার সম্ভাবনা একেবারেই শেষ হয়ে যাবে।
তিনি দাবি করেন, “আমাদের উপদেষ্টা পরিষদের বৈঠকেও এনসিপিকে গুরুত্ব না দিতে বলা হয়েছে, কারণ তারা আমাদের ভয় পায়। তরুণ নেতৃত্বের এই দুটি দল যদি সমান সুযোগ পায়, তাহলে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। বাস্তবে এনসিপির চেয়ে অন্তত পাঁচ গুণ বড় দল গণ অধিকার পরিষদ।
