সৌদি আরবের মক্কার গ্র্যান্ড মসজিদ তথা মসজিদে হারামে পবিত্র ঈদুল আজহার নামাজের ইমামতি ও খুতবা প্রদান করবেন মসজিদের ইমাম এবং প্রখ্যাত ইসলামিক স্কলার শায়খ মাহের আল-মুয়াইকিলি। দুই পবিত্র মসজিদের (মসজিদে হারাম ও মসজিদে নববী) ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি বিষয়টি নিশ্চিত করেছে।
সোমবার (২ জুন) সৌদি গেজেটের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী ৬ জুন (শুক্রবার) সৌদি আরবের স্থানীয় সময় ভোর ৫টা ৫২ মিনিটে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।