হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় তিনি লিখেছেন, ‘আমি দুঃখিত।’ সেখানে তিনি জানান, সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত কিছু বোঝাপড়া নিয়ে ভুল ও অতিরঞ্জিত তথ্য তুলে ধরেছেন, যা তার মন থেকে আসেনি।
ভিডিও বার্তায় জোভান বলেন, “রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। যেগুলো আমি বলেছি, সেগুলো মন থেকে আসেনি। কথাগুলো স্ক্রিপ্টেড ছিল, সাজানো ছিল।” তিনি আরও বলেন, অনুষ্ঠানে তাকে যেসব কথা বলতে বলা হয়েছিল, সেগুলোই তিনি তুলে ধরেছেন।
ভিডিওতে তার পাশে স্ত্রীকে বসে থাকতে দেখা যায়। কেন স্ত্রীকে সঙ্গে নিয়ে ভিডিও করেছেন, সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু না বললেও দুঃখ প্রকাশের সময় স্ত্রীর দিকে তাকিয়ে সম্মতি নেন। একপর্যায়ে তিনি বলেন, “আমি সেদিন অনুষ্ঠানে একটু বেশি বলে ফেলেছি। এতটা বলা আমার ঠিক হয়নি।”
এরপর জোভান বলেন, “বেশি বলায় আমি অনুতপ্ত, খুবই লজ্জিত সমাজের কাছে ও আমার বউয়ের কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।” কথাগুলো বলার পর স্ত্রীসহ দুজনকেই হাসতে দেখা যায়।
এর আগে কয়েক দিন আগে একটি পডকাস্ট অনুষ্ঠানে প্রথমবারের মতো নিজের ব্যক্তিজীবনের কিছু অভিজ্ঞতা প্রকাশ করেন জোভান। সেখানে তিনি জানান, অভিনয় জীবনের কয়েক বছর পর তিনি একটি সম্পর্কে জড়ান, যার স্থায়িত্ব ছিল মাত্র এক মাস। সম্পর্কটি ভেঙে যাওয়ার পর তিনি তীব্র মানসিক চাপে ভুগেছেন বলেও উল্লেখ করেন।
সেই আলোচনায় তিনি বলেন, “সম্পর্কটা শেষ হওয়ার পর নিজেকে সামলাতে পারছিলাম না। এমনও হয়েছে, মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদেছি।” তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। পরবর্তীতে সেই প্রেক্ষাপটেই ভিডিও বার্তায় এসে দুঃখ প্রকাশ করেন এই অভিনেতা।
