গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু স্ক্রিনশট দেখে অনেকে ভেবেছিলেন চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু হতে যাচ্ছে। কিন্তু নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই পরিষ্কার জানিয়ে দিল, এসব খবর সম্পূর্ণ গুজব ও ভুয়া।
চ্যাটজিপিটি অ্যাপের প্রধান ও ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট নিক টার্লি বলেন, চ্যাটজিপিটির ভেতরে বিজ্ঞাপন যোগ করার কোনো পরিকল্পনা, পরীক্ষা বা প্রস্তুতি এখনো নেই। যেসব স্ক্রিনশট ছড়িয়েছে, সেগুলো হয় ভুল বোঝাবুঝি, নয়তো সম্পূর্ণ জাল। কোনো লাইভ টেস্টিংও হয়নি।
ওপেনএআই আরও জানায়, তারা বরং সাজেশন সেকশনে ব্যবহারকারীদের আরও বেশি নিয়ন্ত্রণ দেওয়ার দিকে কাজ করছে। প্রধান গবেষণা কর্মকর্তা মার্ক চেন বলেন, সাজেশন ফিচারটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে যাতে ভবিষ্যতে ব্যবহারকারীরা আরও কাস্টমাইজ করতে পারেন।
ভবিষ্যতে যদি কখনো বিজ্ঞাপন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে তা সম্পূর্ণ স্বচ্ছভাবে জানানো হবে এবং ব্যবহারকারীর স্বার্থই প্রাধান্য পাবে বলে আশ্বস্ত করেছেন নিক টার্লি।
আজকের খবর/ এম.এস. এইচ.
