চ্যাটজিপিটিতে অনলাইন কেনাকাটাকে আরও সহজ করতে ‘শপিং রিসার্চ’ নামে নতুন সুবিধা উদ্বোধন করেছে ওপেনএআই। এই টুল ব্যবহার করে এখন কোনো পণ্য খুঁজে বের করা, একই ধরনের অন্যান্য পণ্যের দামের তুলনা করা এবং নির্দিষ্ট একটি পণ্যের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জানতে পারবেন ব্যবহারকারীরা মুহূর্তেই। ওপেনএআই জানিয়েছে— রিয়েলটাইম তথ্যের ভিত্তিতে ভালো পণ্য বাছাইয়ের সিদ্ধান্ত নিতে এটি হবে বড় সহায়ক।
ওপেনএআইয়ের তথ্যমতে, নতুন এই টুলের মাধ্যমে বিভিন্ন পণ্যের দাম পরিবর্তন, রিভিউ, স্টক অবস্থা, স্পেসিফিকেশন–সহ প্রয়োজনীয় সব তথ্যই পাওয়া সম্ভব। পাশাপাশি দুই বা ততোধিক পণ্যের বৈশিষ্ট্য পাশাপাশি রেখে তুলনা করার সুবিধাও রয়েছে। ছাড়, ডেলিভারির সম্ভাব্য সময়, বিশেষ অফার— এসব তথ্যও ব্যবহারকারীর সামনে তুলে ধরবে টুলটি। ব্যবহারকারীর বাজেট ও পছন্দ অনুযায়ী ব্যক্তিকেন্দ্রিক পরামর্শ দিতেও সক্ষম এটি।
টুলটি সক্রিয় করলে একটি ভিজ্যুয়াল ইন্টারফেস দেখা যাবে, যেখানে বাজেট নির্ধারণ থেকে শুরু করে পণ্যের তথ্য ও পছন্দ সেট করা যাবে। মেমোরি ফিচার চালু থাকলে ফলাফল আরও দ্রুত ও নির্ভুলভাবে দেখাবে। বিশেষজ্ঞদের মতে, কেনাকাটা–সংক্রান্ত সিদ্ধান্তে ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারা এমন সেবা, ভবিষ্যতে ওপেনএআইয়ের আয়ের নতুন পথ খুলে দিতে পারে।
ওপেনএআই জানিয়েছে— মোবাইল ও ওয়েব প্ল্যাটফর্মে লগইন করা সকল ব্যবহারকারীর জন্য পর্যায়ক্রমে এই সুবিধা চালু হচ্ছে। ফ্রি, গো, প্লাস ও প্রো— সব ধরনের প্ল্যানে ব্যবহার করা যাবে এই ফিচার। অনলাইন শপিংয়ে চ্যাটজিপিটিকে নির্ভরযোগ্য সহচর করে তুলতেই এই উদ্যোগ।
