জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করেছে। রবিবার (৩ আগস্ট) দুপুর ১২টায় তারা নির্বাচন কমিশন কার্যালয়ে যান।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
নিবন্ধনের জন্য আগ্রহী দলগুলোর ছোটখাটো ত্রুটি সংশোধনের উদ্দেশ্যে আজ কাগজপত্র জমাদানের শেষ দিন। দলগুলোকে বিকেল ৫টার মধ্যে প্রয়োজনীয় সব তথ্য জমা দিতে হবে।
এর আগে, এনসিপিসহ ১৪৪টি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন যাচাই-বাছাই করে প্রয়োজনীয় তথ্য চেয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন। এ চিঠি দেওয়া হয়েছিল মধ্য জুলাইয়ে।