জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে “নতুন বাংলাদেশের ইশতেহার” ঘোষণা করবে। দলটি জানিয়েছে, ইশতেহারে ২৪টি দফা থাকবে, যেখানে বিচার, সংস্কার ও নতুন সংবিধানই হবে মূল বিষয়। এ সমাবেশের মাধ্যমে জুলাই মাসব্যাপী পদযাত্রারও সমাপ্তি ঘোষণা করবে এনসিপি।
এক বছর আগে একই জায়গা থেকে এক দফা ঘোষণা করেছিলেন এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম। এবারও তিনিই থাকবেন নেতৃত্বে।
ইশতেহারে এনসিপি জুলাই গণহত্যার বিচার দ্রুত শেষ করে রায় কার্যকর করার দাবি জানাবে। একইসঙ্গে তারা চাইবে, ঐকমত্য কমিশনের মাধ্যমে প্রণীত “জুলাই সনদ”কে আইনি ভিত্তি দিয়ে নতুন নির্বাচনের রূপরেখা তৈরি হোক।
এনসিপির মতে, সংস্কারের দায়িত্ব নির্বাচিত সংসদের ওপর না দিয়ে “জুলাই সনদ”-এর ভিত্তিতে একটি গণপরিষদ গঠন করে তা বাস্তবায়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার থেকেই এই প্রক্রিয়া শুরুর প্রস্তাব আসতে পারে আজকের সমাবেশে।
তরুণদের যে চেতনা ও আকাঙ্ক্ষা থেকে জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছিল, তা বাস্তবায়নে সরকারের ব্যর্থতার কথাও তুলে ধরবে এনসিপি। পরবর্তী বাংলাদেশে এসব বিষয়ে সাংবিধানিক ও আইনি গ্যারান্টি দাবি করবে দলটি।
মূলত এনসিপি নিজে থেকেই জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে চাইলেও, সরকার ৫ আগস্ট এটি ঘোষণা করবে জানানোয় দলটি তাদের সমাবেশকে “নতুন বাংলাদেশের ইশতেহার” নাম দিয়েছে।
আজকের খবর/ এম. এস. এইচ.