ঢাকা: ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল পৌনে ৫টায় শুরু হওয়া এ সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
দুপুর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জমায়েত হতে শুরু করেন।
শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে ও আশপাশে এলইডি ডিজিটাল স্ক্রিনে জুলাই আন্দোলনের তথ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে। সমাবেশস্থলে মোবাইল টয়লেট, মেডিকেল বুথ ও নেতাদের জন্য তাঁবু প্রস্তুত করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, দুর্নীতিমুক্ত প্রশাসন, প্রবাসী কল্যাণ, নগরায়ন ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দলের পরিকল্পনা তুলে ধরা হবে।