নাটোর: নাটোর সুগার মিলে সংঘটিত ডাকাতির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিরাপত্তা কর্মীসহ ৮ জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে শহরের হুগলবাড়িয়া এলাকায় অবস্থিত মিলের কারখানায় মুখোশধারী সশস্ত্র ডাকাতদলের সদস্যরা নিরাপত্তারক্ষীদের হাত-পা বেঁধে কারখানায় ঢুকে মূল্যবান যন্ত্রাংশসহ প্রায় ৯০ লাখ টাকার মালামাল লুটপাট করে।
নাটোর সুগার মিল কর্তৃপক্ষ জানায়, ডাকাতরা বেয়ারিং, ওয়েল্ডিং ক্যাবল, ব্রাশ, পাম্পের যন্ত্রাংশ, সিরাপ পাইপ, শ্যাফট, ফিটিং বুশ, রোটর ব্রাশ ও বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সরঞ্জাম চুরি করেছে। তারা ইলেক্ট্রিশিয়ান রুম ও আসবাবপত্রও ভাঙচুর করেছে।
নিরাপত্তার দিক থেকে গাফিলতির অভিযোগে দুই নিরাপত্তাকর্মীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। চিনিকলের মহাব্যবস্থাপক ফেরদৌসুল আলমকে প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক আখলাছুর রহমান বলেন, ২০ থেকে ৩০ জনের একটি দল পরিকল্পিতভাবে ডাকাতি করেছে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মীদের বাধা দিয়ে যন্ত্রাংশ লুট করেছে।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং নিরাপত্তারক্ষীসহ আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। থানায় মামলা দায়ের করেছেন চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আনোয়ার হোসেন।