আগামী ৫ আগস্ট, মঙ্গলবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতির সামনে উপস্থাপন করা হবে বহু প্রতীক্ষিত ‘জুলাই ঘোষণাপত্র’। অন্তর্বর্তী সরকারের চূড়ান্ত করা খসড়ার ভিত্তিতে এই ঘোষণাপত্র পাঠ করা হবে গণ-অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে।
রোববার (৩ আগস্ট) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একাধিক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পোস্টে বলা হয়, গত বছরের ঐতিহাসিক ৩৬ জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্মরণে দিনব্যাপী আয়োজন করা হয়েছে ‘৩৬ জুলাই উদ্যাপন’ অনুষ্ঠান।
অনুষ্ঠান শুরু হবে সকাল ১১টায় এবং তার ধারাবাহিকতায় বিকেল ৫টায় পাঠ করা হবে ‘জুলাই ঘোষণাপত্র’। রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনার মধ্য দিয়ে শেষ হবে আয়োজন।
অনুষ্ঠানটি আয়োজন করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং সহযোগিতায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে বিএনপিসহ দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নেয় অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে ইতিমধ্যে রাজনৈতিক ঐকমত্যও গঠিত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজকের খবর/ এম. এস. এইচ.