আজ রোববার (৩ আগস্ট) ঢাকার নৌবাহিনী সদর দপ্তরে ‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৫’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এই পর্ষদের মাধ্যমে উভয় বাহিনীর বিভিন্ন পদে পদোন্নতির কার্যক্রম শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তৃতায় প্রধান উপদেষ্টা ১৯৭১ সালের শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বাহিনীগুলোর বীরত্ব, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা এবং সাম্প্রতিক রাজনৈতিক সংকটে জনগণের পাশে দাঁড়ানোর ভূমিকাকে সাধুবাদ জানান।
অধ্যাপক ইউনূস দেশের সমুদ্রসম্পদ, গভীর সমুদ্র বন্দর, উপকূলীয় উন্নয়ন এবং সুনীল অর্থনীতি বিকাশে নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। একইসাথে বিমান বাহিনীর অবদান ও উভয় বাহিনীর আধুনিকীকরণ, দক্ষ মানবসম্পদ গঠন, ও শিক্ষায় অগ্রণী ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান এবং তাঁর উপস্থিতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সবশেষে প্রধান উপদেষ্টা নৌবাহিনী সদর দপ্তরের প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করে দেশের সমৃদ্ধি কামনা করেন।