জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আয়োজিত ছাত্রদলের গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেও দেশজুড়ে থেকে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি বিশাল রূপ নেয় বলে দাবি করেছেন দলটির নেতারা।
বিকেল ৩টায় কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। ৩টা ১৫ মিনিটে মঞ্চে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের সাবেক ও বর্তমান কেন্দ্রীয় নেতারা। তাদের উপস্থিতিতে উপস্থিত নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।
জুলাই অভ্যুত্থানের পর এটি ছাত্রদলের প্রথম বড় পরিসরের জনসমাবেশ হলেও, এতে ছিল না ব্যানার, ফেস্টুন বা মিছিলের বাহার। দলীয় নির্দেশনা অনুযায়ী, শৃঙ্খলা রক্ষায় এসব জিনিস না আনার আহ্বান জানানো হয়। নেতাকর্মীদের উদ্দেশ্যে ছয় দফা নির্দেশনা জারি করা হয়েছিল, যার মধ্যে ব্যক্তিগত শোডাউন না করাও উল্লেখযোগ্য ছিল।
আজকের খবর/ এম. এস. এইচ.