তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, গণমাধ্যমে কোনো খবর প্রচার বা বন্ধে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাউকে কল দেওয়া হয় না বা বাধ্য করা হয় না।
শনিবার (৩ আগস্ট) বিকেলে তথ্য ভবনে অনুষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক-পরিবার ও আহত সাংবাদিকদের সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “গত ৬ মাসে কিছু গণমাধ্যম অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে ভণ্ডুল করার চেষ্টা করেছে। তবে কারফিউয়ের সময় অনেক পত্রিকা সত্য তুলে ধরতে ভালো কাজ করেছে, যদিও অনেক টিভি চ্যানেল তখন একতরফাভাবে শুধু আগুনসন্ত্রাসই দেখিয়েছে।”
তিনি আরও বলেন, সাংবাদিকদের চাকরিচ্যুতি রোধে ও বেতন নিশ্চিত করতে সরকার কাজ করছে। সাংবাদিক সুরক্ষা আইন ও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ আরও কিছু উদ্যোগ নেওয়া হয়েছে।
সাংবাদিকদের মালিকানা বা অংশীদারিত্বের বিষয়টিও সরকারের ভাবনায় রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই অভ্যুত্থানে মাঠের সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে বড় ভূমিকা রেখেছেন। তাদের কল্যাণে সংগঠন ও মিডিয়া হাউসগুলোকেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের পরিবার ও আহত সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
আজকের খবর/ এম. এস. এইচ.