চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। এতে অংশগ্রহণকারীদের পরিবহনের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আট জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে।
এই ট্রেনগুলো সিলেট, চট্টগ্রাম, রংপুর, ভাঙ্গা, ভৈরব, নরসিংদী, নারায়ণগঞ্জ ও জয়দেবপুর থেকে লোক বহন করবে এবং অনুষ্ঠান শেষে আবার গন্তব্যে ফিরিয়ে দেবে। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম জানান, ট্রেনগুলোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে যাতে অন্যান্য ট্রেন চলাচলে ব্যাঘাত না ঘটে। অনুষ্ঠানে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজকের খবর/ এম. এস. এইচ.