নতুন করে বাংলাদেশকে গড়ার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে এই বাংলাদেশকে নতুন করে গঠনের। আজ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তরুণরা একত্রিত হয়েছেন এটা আনন্দের, আবার কষ্টেরও, কারণ ঠিক এক বছর আগে আজকের দিনে আওয়ামী লীগ আমাদের দেশের মানুষকে হত্যা করেছিল।
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
গণ-অভ্যুত্থান প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এটা শুধু ৩৬ দিনের আন্দোলনের কথা নয়, গত ১৬ বছর ধরে আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছেন, কেবল একটি সুন্দর, বাসযোগ্য বাংলাদেশ গড়ার স্বপ্নে।
তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, অনেক চেষ্টা চলছে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার। পাশের দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সেখান থেকে মাঝে মাঝে হুমকিও আসে। তারা বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়। আমরা কখনও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাজনীতির ময়দানে থাকার সুযোগ দেব না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।