ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ১৫৭টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
রোববার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, গত শনিবার (২ আগস্ট) দিনভর চলা অভিযানে এসব মামলা করা হয়। একইসঙ্গে ২১৬টি যানবাহন ডাম্পিং এবং ৭৭টি রেকার করা হয়েছে।
ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে রাজধানীতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।