চলমান রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া পরবর্তী নির্বাচিত সংসদের হাতে না তুলে দিয়ে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই তা কার্যকর করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আসন্ন রোববার (৩ আগস্ট) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণার প্রস্তুতির অংশ হিসেবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
নাহিদ ইসলাম জানান, ‘নতুন বাংলাদেশের ইশতেহার’-এ দেশের ভবিষ্যতের জন্য একটি পরিকল্পনার খসড়া তুলে ধরা হবে। তিনি বলেন, “আমরা এরই ধারাবাহিকতায় জুলাই মাসজুড়ে একটি পদযাত্রার আয়োজন করি এবং অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”
তিনি বলেন, “পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল বিচারব্যবস্থার সংস্কার এবং একটি নতুন সংবিধান প্রণয়ন। আমরা সেই লক্ষ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই সনদ’-এর কথা বলেছি। শুনেছি, আগামী ৫ আগস্ট সব রাজনৈতিক পক্ষকে নিয়ে ওই সনদ প্রকাশ করা হবে—আমরা এই পদক্ষেপকে স্বাগত জানাই।”
তবে নাহিদ জানান, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে ঐকমত্য হলেও কিছু বিষয়ে এখনও মতানৈক্য (নোট অব ডিসেন্ট) রয়েছে। “ঐকমত্য কমিশন এখনও আমাদের জানায়নি কীভাবে এসব বিষয় বাস্তবায়ন করা হবে। পদ্ধতিটি পরিষ্কার হলে সব পক্ষই সনদে স্বাক্ষর করতে পারবে।”
তিনি জোর দিয়ে বলেন, “আমরা চাই এই সনদের আইনি ভিত্তি থাকুক এবং এই ভিত্তির উপর আগামী নির্বাচন ও সংসদ—বা প্রয়োজনে গণপরিষদ—গঠিত হোক। অন্তর্বর্তী সরকারের আমল থেকেই জুলাই সনদ বাস্তবায়নের কাজ শুরু করতে হবে।