ঈদের দ্বিতীয় দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে আসছেন কক্সবাজার সমুদ্র সৈকতে। ছুটির সময় পরিবার পরিজন নিয়ে সাগরপাড়ে ছুটি কাটাতে আসা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। যানজটপূর্ণ শহরের কোলাহলে মুক্তির খোঁজে পর্যটকেরা আনন্দে মেতে উঠেছেন।
বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার কবিতা চর থেকে কলাতলী পর্যন্ত প্রায় দশ কিলোমিটার এলাকায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমেছে। উত্তাল ঢেউয়ের তালে তাল মিলিয়ে পর্যটকরা বিনোদনের মুহূর্ত উপভোগ করছেন। ঈদ উপলক্ষে পর্যটকদের এই আগমনে খুশি মণপিপা স্থানীয়রা এবং সাগরপাড়ের ব্যবসায়ীরাও।
পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমুদ্র সৈকতের পাশাপাশি পর্যটকরা মেরিন ড্রাইভ, হিমছড়ি ঝর্ণা, ডুলাহাজার বান্দরবন সাফারি পার্কসহ অন্যান্য আকর্ষণীয় স্থানেও ঘুরতে ভিড় জমিয়েছেন। তবে সমুদ্র সৈকতের ইয়াকাটায় পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকায় স্থানীয় ব্যবসায়ীরা কিছুটা হতাশ।
এদিকে, দীর্ঘ ঈদ ছুটিতে পাহাড় ও মেঘের মাধুর্য উপভোগ করতে রাঙামাটিতে পর্যটকদের আগমন ব্যাপক। ঝুল সেতু, পলওয়েল পার্ক, সাজেক ভ্যালীসহ সব পর্যটন কেন্দ্রে মানুষের পদচারণা লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা এবারের ছুটিতে অর্ধলাখেরও বেশি পর্যটকের প্রত্যাশা করছেন।
