ইরানে বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে যুক্তরাষ্ট্র ‘অত্যন্ত কঠোর পদক্ষেপ’ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি।
সিবিএস ইভনিং নিউজের উপস্থাপক টনি ডোকুপিল ইরানে বুধবার (আজ) থেকে কথিত ফাঁসি কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, তিনি বিষয়টি শুনেছেন কি না তা নিশ্চিত নন। তবে তিনি বলেন, “যদি তারা ফাঁসি কার্যকর করে, তাহলে আপনারা এমন কিছু দেখবেন—আমরা খুব কঠোর ব্যবস্থা নেব।”
এর আগে তেহরানের প্রসিকিউটররা জানান, সাম্প্রতিক বিক্ষোভে গ্রেপ্তার হওয়া কয়েকজনের বিরুদ্ধে ‘মোহারেবেহ’ বা ‘ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার’ অভিযোগে মৃত্যুদণ্ডের মামলা করা হবে।
‘কঠোর ব্যবস্থা’ বলতে কী বোঝানো হয়েছে—এমন প্রশ্নে ট্রাম্প ভেনেজুয়েলায় সাম্প্রতিক হামলা এবং ২০১৯ সালে ইসলামিক স্টেটের তৎকালীন প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যার উদাহরণ টানেন।
মানবাধিকার সংগঠনগুলোর দাবি, বিক্ষোভ দমনে ইরানের অভিযানে ইতোমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়ে থাকতে পারে। এসব বিক্ষোভ দেশটির ধর্মীয় নেতৃত্বের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি বলে মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে ট্রাম্পের এই বক্তব্যকে সামরিক হস্তক্ষেপের অজুহাত তৈরির চেষ্টা হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ওয়াশিংটনের এই ‘পরিচিত কৌশল’ আবারও ব্যর্থ হবে। বিবৃতিতে আরও বলা হয়, ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির মূল লক্ষ্য সরকার পরিবর্তন।
