ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিরাপত্তা ও সামগ্রিক পরিস্থিতির কথা বিবেচনায় রেখে ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আইসিসির সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর বিসিবি এক বিবৃতিতে জানায়, বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার ব্যাপারে তারা অনড়। একই সঙ্গে বিকল্প ভেন্যু নির্ধারণের জন্য আইসিসিকে পুনরায় অনুরোধ জানানো হয়েছে। এর আগেও নিরপেক্ষ বা তৃতীয় কোনো দেশে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল বিসিবি, সর্বশেষ বৈঠকেও সেই অবস্থান পুনর্ব্যক্ত করা হয়।
আইসিসি পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সূচি ও ভেন্যু আগে থেকেই চূড়ান্ত থাকায় বড় ধরনের পরিবর্তন সহজ নয়। তবে তারা বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। বর্তমানে বিষয়টি আলোচনার পর্যায়েই রয়েছে।
সূত্র জানায়, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আইসিসির নির্বাহী পর্যায়ের বৈঠকে আসতে পারে। ফলে বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা আরও কিছুদিন বাড়ল।
