সরকারবিরোধী বিক্ষোভ ও সামরিক পদক্ষেপকে কেন্দ্র করে ইরানকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে চীন এই হুমকি গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে। খবর এএফপি’র।
সোমবার (১২ জানুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, “আমরা সবসময় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করি।” তিনি আরও বলেন, “মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক—এমন কাজ আরও বেশি করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানাই।”
ইরানে ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয় মূল্যস্ফীতি ও অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদে। কিন্তু বিক্ষোভ দ্রুত রাজনৈতিক রূপ নেন এবং বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। গত ২৮ ডিসেম্বর থেকে চলমান এই বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে।
মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার আহ্বান ও বিদেশি হস্তক্ষেপ বিরোধের এই মন্তব্য মার্কিন হুমকির প্রেক্ষাপটে এসেছে। চলমান পরিস্থিতিতে ইরানি নেতৃত্বকে ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার জন্য সতর্ক করেছেন।
