টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে নতুন নিরাপত্তা শঙ্কা তৈরি হয়েছে। ভারত সফরের প্রেক্ষিতে আইসিসির নিরাপত্তা বিভাগ সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি), যেখানে উল্লেখ করা হয়েছে, ভারতে গেলে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বেড়ে যেতে পারে।
আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে তিনটি কারণ উল্লেখ করা হয়েছে, যার মধ্যে প্রধান একটি হলো বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা। ক্রীড়া উপদেষ্টার কথায়, মোস্তাফিজ দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি আরও বৃদ্ধি পাবে, তাই এই বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে।
