ইরানের সরকারবিরোধী আন্দোলন এবং সেখানে চলমান বিক্ষোভের পটভূমিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি নেতারা ‘নেগোশিয়েট বা সমঝোতা’ করতে যোগাযোগ করেছেন। তবে তিনি উল্লেখ করেন, বৈঠকের আগেই আমেরিকাকে পদক্ষেপ নিতে হতে পারে।
গত ২৮ ডিসেম্বর থেকে ইরানে শুরু হওয়া বিক্ষোভগুলোতে শত শত নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা ইসলামি প্রজাতন্ত্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করছেন। এর প্রতিক্রিয়ায় কঠোর অবস্থানে রয়েছে ইরান সরকার।
ট্রাম্প এক সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, যদি ইরানি বাহিনী বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, তাহলে আমরাও প্রতিরোধে গুলি চালাবো। তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তার প্রতি দৃষ্টি দেওয়ারও আহ্বান জানান।
ইসরায়েলও এই বিক্ষোভকে ‘স্বাধীনতার সংগ্রাম’ হিসেবে সমর্থন জানিয়ে ইরানি সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে, ইরানি সরকারের পক্ষেও বিপুল জনসমাগমের মিছিল অনুষ্ঠিত হয়েছে, যেখানে ‘আমেরিকার পতন’ কামনা করা হয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, রক্তক্ষয়ী দমনের পর পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এসেছে।
