ভেনেজুয়েলায় সামরিক অভিযান ও আর্থিক চাপের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করলেও কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-কানেল তা প্রত্যাখ্যান করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে বলেন, “আমাদের কী করতে হবে তা অন্য কেউ নির্ধারণ করে দিতে পারে না। কিউবা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ।”
একই বিষয়ে কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ বলেন, অন্যান্য দেশ থেকে জ্বালানি বা তেল আমদানি করার পূর্ণ অধিকার কিউবার রয়েছে। যুক্তরাষ্ট্র কোনো দেশের বাজার বা বাণিজ্য নীতি নির্ধারণ করতে পারবে না।
এর আগে ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যাল’-এ হুঁশিয়ারি দিয়ে বলেন, “কিউবার দিকে আর কোনো তেল বা অর্থ যাবে না। আমি দৃঢ়ভাবে পরামর্শ দিচ্ছি, তারা যেন দেরি হওয়ার আগে একটি চুক্তি করে ফেলে।” ট্রাম্পের হুমকি অনুযায়ী কিউবার উপর যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ করতে চেয়েছিল, যাতে তারা দ্রুত কোনো চুক্তি করে।
কিউবার এই প্রতিক্রিয়া দেখিয়েছে যে, তারা স্বতন্ত্র নীতি অনুসরণ করে এবং তেলের জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল না থেকে বিকল্প উৎস ব্যবহার চালিয়ে যাবে।
