রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অপহরণের ইচ্ছা প্রকাশ করে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি’র মন্তব্যের তীব্র সমালোচনা করেছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা রাষ্ট্রীয় টেলিভিশনে বলেছেন, “জন হিলির এই মন্তব্য ব্রিটিশ বিকৃত মানসিকতার অশ্লীল কল্পনা ছাড়া আর কিছুই নয়।”
গত ৯ জানুয়ারি কিয়েভ ইনডিপেনডেন্টকে সাক্ষাৎকারে জন হিলি বলেন, “যদি যেকোনো বিশ্বনেতাকে অপহরণের সুযোগ থাকত, তবে পুতিনকে হেফাজতে নিয়ে তাঁর যুদ্ধাপরাধের জন্য জবাবদিহি করতাম।” তিনি পুতিনকে ইউক্রেন যুদ্ধে শিশু অপহরণের মতো যুদ্ধাপরাধের দায়ী হিসেবে উল্লেখ করেন, যদিও মস্কো সবসময় এই অভিযোগ অস্বীকার করেছে।
হিলির এই মন্তব্য এসেছে এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিতে ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়েছে। রাশিয়া এটিকে ভেনেজুয়েলার সার্বভৌমত্বে আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে। তবে যুক্তরাজ্য এই ঘটনার ওপর কোনো নিন্দা জানাননি।
