দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক ও আমদানি প্রক্রিয়া সহজ করতে নীতিগত সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এলপিজি আমদানিতে শিল্প কাঁচামালের সুবিধা পাবেন ব্যবসায়ীরা।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়, সাপ্লায়ার্স ক্রেডিট বা বায়ার্স ক্রেডিটের আওতায় সর্বোচ্চ ২৭০ দিন মেয়াদে বাকিতে এলপিজি আমদানি করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এলপিজি আমদানির পর তা সংরক্ষণ, বোতলজাতকরণ ও বাজারজাত করতে তুলনামূলকভাবে বেশি সময় প্রয়োজন হয়। আমদানিকারকদের নগদ অর্থপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই পণ্যের আমদানিতে গতি আনতেই ঋণের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
