চট্টগ্রাম নগরের বাকলিয়ায় আলোচিত মহিউদ্দিন হত্যা মামলার মূল পরিকল্পনাকারী এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুস সোবহান (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অন্তত ১৮টি মাদক ও অস্ত্র সম্পর্কিত মামলা রয়েছে, যেগুলো বর্তমানে আদালতে বিচারাধীন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) ভোর ৫টা ৪৫ মিনিটে নগরের বাকলিয়া থানার তত্তারপুল এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন থানার ওসি তদন্ত মোজাম্মেল হক ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই মোবারক হোসেনসহ পুলিশের একটি দল।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, “মহিউদ্দিন হত্যা মামলার প্রধান পরিকল্পনাকারী ও অস্ত্র সরবরাহকারী সোবহানকে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তত্তারপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততা স্বীকার করেছে এবং জানিয়েছে, ওই এলাকায় একচ্ছত্র মাদক ব্যবসার আধিপত্য বজায় রাখতে এ হত্যাকাণ্ড পরিকল্পনা করেছিল।”
সোবহান বাকলিয়া থানার তত্তারপুল এলাকার নুরুল ইসলাম সওদাগরের ছেলে।
গত ২৫ জুলাই বিকেলে বাকলিয়ার পাঁচ নম্বর ব্রিজ সংলগ্ন গাফফার কলোনি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বাকলিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা (মামলা নং: ৩৬) দায়ের করেন।
এরপর ১ আগস্ট প্রথম অভিযুক্ত মো. আসিবুল হক আসিফ এবং ৩ আগস্ট মো. সুমন (১৯) কে গ্রেপ্তার করে পুলিশ। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে এবং মাস্টারমাইন্ড হিসেবে আব্দুস সোবহানের নাম উল্লেখ করে।
পুলিশ জানায়, সোবহানের বিরুদ্ধে বহুল আলোচিত শাহেদ হত্যা মামলাসহ মোট ১৮টির বেশি মামলা রয়েছে, যেগুলোর অধিকাংশ মাদক ও অস্ত্র আইনে দায়ের।
হৃদয় সর্দার