আজ মঙ্গলবার টানা দ্বিতীয় দিন শুল্ক ও কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কলমবিরতি এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং দেশের বিভিন্ন শুল্ক ও কর কার্যালয়ে এই কর্মসূচি চালু ছিল। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দুপুরে এক সংবাদ সম্মেলনে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা আন্দোলনের কারণ ব্যাখ্যা করেন। আন্দোলনরত কর্মকর্তারা একযোগে বদলির আদেশ ছিঁড়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করেন। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের নিচতলায় সকাল থেকেই অবস্থান নেন অংশগ্রহণকারীরা।
পরিষদের সভাপতি এবং অতিরিক্ত কমিশনার হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, এনবিআরের যৌক্তিক সংস্কারের দাবিতে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
পূর্বঘোষণা অনুযায়ী, বুধবার ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি কার্যক্রম ছাড়া বাকি সব কর, কাস্টমস ও ভ্যাট অফিসে কলমবিরতি এবং অবস্থান কর্মসূচি চলবে। ২৭ জুনের বদলির আদেশ বাতিল এবং এনবিআরের বর্তমান চেয়ারম্যানের অপসারণ না হলে, ২৮ জুন থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া কর, কাস্টমস ও ভ্যাট অফিসে লাগাতার 'কমপ্লিট শাটডাউন' কর্মসূচি শুরু হবে।
উল্লেখ্য, ১২ মে সরকার এনবিআর এবং অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এর প্রতিবাদে এনবিআর কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।