আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে বাংলাদেশ দলের চারটি গ্রুপ ম্যাচ আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের অবনতি ও নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই ম্যাচগুলো ভারতে না খেলিয়ে অন্যত্র আয়োজনের কথা ভাবছে।
বিসিবি শ্রীলঙ্কাকে বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তাব করলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)ও বাংলাদেশ ম্যাচ আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, পিসিবির প্রধান মহসিন নাকভি ইতোমধ্যে বিসিবিকে জানিয়েছে, যদি বাংলাদেশ ভারতে না যায় তবে পাকিস্তানে আসতে পারে।
পিসিবি বাংলাদেশ দলের জন্য মাঠ প্রস্তুত রাখবে এবং প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।
উল্লেখ্য, আইপিএলে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে বাদ দেওয়া ও বাংলাদেশ সরকারের উদ্বেগের পরিপ্রেক্ষিতে বিসিবি বিশ্বকাপের ম্যাচ ভারতে না খেলার অনুরোধ করেছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।
